করোনার প্রভাবে এবার ক্রেতা সংকট

শাওন পাটওয়ারী :
চাঁদপুরে করোনাভাইরাসের আতংকে শুরুর দিকে খুচরা ও পাইকারী বাজারগুলোতে ক্রেতাদের তীব্র ভিড়, অস্বাভাবিক কেনাকাটা, পণ্য সংকট ও মূল্যবৃদ্ধি হলেও এখন ক্রেতা সংকট দেখা দিয়েছে। দোকানগুলোতে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ থাকলেও দেখা মিলছে না ক্রেতা সাধারণের। ফলে অনেক দোকানীকে অলস সময় পার করতে দেখা গেছে।

দোকানীরা বলছে, করোনা আতংকে ক্রেতারা পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ করেছে। ফলে ক্রেতাদের বাজারে আসার প্রয়োজন পরছে না। এদিকে সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে কম মূল্যে সততা স্টোর বসানো হয়েছে। তাই ক্রেতাদের নজর এখন ঐ দিকে। কম দামে নিত্য পন্য কিনতে সবাই ছুটছে সততা স্টোরের দিকে।

এ ব্যাপারে পুরানবাজার মসজিদপট্টির বড় মুদি দোকানদার মাহবুব খান জানান, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রয়েছে। পণ্যের কোন ঘাটতি নেই। তবে ক্রেতা সংকট রয়েছে। মানুষ বাজারে আসছে না। ফলে প্রতিদিন দোকান খোলা হয়, বেচাকেনার অবস্থা বেশি একটা ভালো না।

বুধবার শহরের পুরানবাজার, পালবাজার ও বিপনীবাগ ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানদার খালি দোকান নিয়ে বসে আছে। ২/১জন করে ক্রেতা আসলেও পণ্য কিনছে খুবই সামান্য। তবে মোটামুটি ক্রেতা সমাগম রয়েছে কাঁচা বাজারে।

এদিকে ব্যবসায়ীদের আশংকা, আগামী এক সপ্তাহ যদি এমন থাকে তাহলে খুচরা ও পাইকারী বাজারে ক্রেতা সংকটের কারণে চরম বিপর্যয় ঘটবে। কোনো কোনো দোকানী দোকান বন্ধ করেও দিতে পারে।

শেয়ার করুন

মন্তব্য করুন