করোনা : আরো ৫৭জনের নমুনা প্রেরণ, রিপোর্ট অপেক্ষমান ৫৯

আবদুস সালাম আজাদ জুয়েল :
আইইডিসিআর-এ করোনা টেস্টের জন্য চাঁদপুরের সন্দেহভাজন আরো ৫৭জনের নমুনা পাঠানো হয়েছে। গত দু’দিন ধরে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২১জন ও শুক্রবার ৩৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্বের ২টি রিপোর্ট না আসায় বর্তমানে মোট অপেক্ষমান রিপোর্ট ৫৯টি।

শুক্রবার প্রেরিত নমুনার মধ্যে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন এবং মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা যাওয়া দু’জনের নমুনাও রয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত চাঁদপুর জেলায় মোট ১৬৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার রিপোর্ট এসেছে ৩৩জনের। সর্বেমোট রিপোর্ট এসেছে ১০৯জনের। এখন অপেক্ষমান ৫৯টি রিপোর্ট। এর মধ্যে শনিবার ২জনের রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)