চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ১৫ : কুমিল্লায় টেস্টের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আরো ১জন বেড়ে ১৫তে উন্নীত হয়েছে। ঢাকায় আক্রান্ত এক যুবক পালিয়ে চাঁদপুর আসার পর আক্রান্তের সংখ্যা ১৪ থেকে ১৫ হয়েছে। তার বাড়ি ফরিদগঞ্জে। রোববার এলাকাবাসীর তাড়া খেয়ে হাসাপাতালে আসার পর পালিয়েছিল সে। পরে পুলিশের সহযোগিতায় আবার তাকে হাসপাতালে এনে আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার রাতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ব্যাখ্যা দেন।

তিনি আরো জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঁদপুরে সংগৃহীত নমুনার করোনা টেস্ট করার বিষয়ে চেষ্টা চলছে। কর্তৃপক্ষের অনুমতি পেলে কুমিল্লায় করোনা টেস্ট করা যাবে চাঁদপুরে সংগৃহীত নমুনার। এতে আমাদের সময় বাঁচবে।

তিনি আরো জানান, মঙ্গলবার চাঁদপুরে আরো ১৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পূর্বে মোট সংগৃহীত নমুনার সংখ্যা ৩০৬। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)