চাঁদপুরে করোনা ওয়ার্ডে আরো ১২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ১২জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ২জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল রোববার রাতে এ তথ্য জানান।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার শাহানারা বেগম (৫৫) রোববার ভোর ৪টা ৪০ মিনিটে এবং হাজীগঞ্জ উপজেলার নৌহাটা এলাকার আবুল বাশার (৭০) একই দিন বিকেল ৩টায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা দু’জন করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া শাহরাস্তির রায়শ্রী এলাকার বিনয় ভূষণ (৭০) রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মারা যান। তিনি করোনার উপসর্গে ভুগছিলেন।

এদিকে শুক্র ও শনিবার উপসর্গে মৃতরা হলেন- শাহরাস্তির ফতেপুর এলাকার মোঃ আবুল হোসেন (৭৫), ফরিদগঞ্জের মনতলা এলাকার রেজিয়া বেগম (৫৫), হাজীগঞ্জের বড়কুল এলাকার শেফালী (৫২), মতলব উত্তরের ইন্দুরিয়া এলাকার তফুরা খাতুন (৬৫), চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার তাজুল ইসলাম (৬০), ফরিদগঞ্জের কাচিয়ারা এলাকা আমির হোসেন (৬০), চাঁদপুর শহরের বিটি রোড এলাকার রেজিয়া বেগম (৫৫), কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হালিমা খাতুন (৩৫), ফরিদগঞ্জের বাথিলুবা এলাকার শামসুন্নাহার (৬৫)।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)