চাঁদপুরে চিকিৎসা উপকরণের সংকট নেই

আবদুস সালাম আজাদ জুয়েল :
চাঁদপুর জেলায় বর্তমানে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্ল্যাহ। তিনি জানান, সরকারিভাবে জেলায় এই পর্যন্ত ১২৮৫টি পিপিই, হ্যান্ড গ্লাভ্স দুই সাইজের ২৬০০টি, মাস্ক ১৩০০টি, হেক্সিসল ৪০০টি, আই প্রটেক্টর গ্লাস ১৩০০টি। যা আমরা জেলা সদর হসপিটাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভাগ করে পৌঁছে দেয়া হয়েছে। জেলায় এই মুহুর্তে করোনা ভাইরাস মোকাবিলায় কোন জিনিসপত্রের সংকট নেই বলেও জানান তিনি।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্ল্যাহ আরো জানান, জেলায় সোমবার দুপুর ১টা পর্যন্ত ১১৪জন হোম কোয়ারান্টাইন এ আছেন এবং ১৪ দিন হোম কোয়ারান্টাইন শেষ হয়ে যাওয়ায় ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। চাঁদপুর জেলায় আস্তে আস্তে হোম কোয়ারান্টাইন এর সংখ্যা কমে আসতেছে, আর যাদের হোম কোয়ারান্টাইন শেষ হলো তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে তাদের মধ্যে নতুন করে কোন উপসর্গ দেখা দেয় কিনা তা জানার জন্য, আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন