‘ত্রাণ যাবে বাড়ি’ এখন ‘উপহার যাবে বাড়ি’

জেলা প্রশাসনের খাদ্য সহায়তার সুবিধাভোগী হাজার ছাড়ালো

শাওন পাটওয়ারী :
চাঁদপুরে জেলা প্রশাসনের ‘ত্রাণ যাবে বাড়ি’ নাম পাল্টে হয়েছে ‘উপহার যাবে বাড়ি’। কর্মসূচির আওতায় এবার বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

রোববার ১০ম দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৫টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে উপহার যাবে বাড়ি কার্যক্রমের স্বেচ্ছাসেবকরা। এদিন হটলাইনে মোট ১৫৫টি কল রিসিভ করা হয়েছে। যাচাই বাছাই শেষে ৭৫টি বিপদগ্রস্থ পরিবারকে স্বেচ্ছাসেবকদেও মোটরবাইক ও অটোবাইকের মাধ্যমে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য উপহার পৌঁছে দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৮০টি পরিবারকে এই কর্মসূচির মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নির্দেশে ‘উপহার যাবে বাড়ি’ কার্যক্রম পরিচালনা করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান। কার্যক্রমে প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১ কেজি আটা, ১টি হাত ধোওয়ার সাবান।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)