বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ট্রাক ক্যানেলে

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালিয়া বাজার মোড়ে বেড়িবাঁধ সড়কে বৃহস্পতিবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সেচ ক্যানেলে পড়ে যায়। এসময় রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি মাঝখান দিয়ে ভেঙ্গে ফেলে। (ঢাকা মেট্রো ট-২২-৭১৭০) ট্রাকটি মতলব দক্ষিণে যাওয়ার সময় রাত আনুমানিক ১০টার সময় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকট শব্দ আর চিৎকার শোনে ঘটনাস্থলে জড়ো হয় আশপাশের েেলাকজন। তারা এসে দেখে ট্রাকটি উল্টে খাদে পড়ে আছে। এসময় আহত চালক ও হেলপারকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।

জানা যায়, ওই সময় বৃষ্টি ছিল, বিদ্যুৎ ছিল না, ট্রাকটি উল্টে পরে বিদ্যুতের খুঁটি একেবারে দিখন্ডিত করে ফেলে। ওই সময় বিদ্যুৎ থাকলে ক্যাবলে আগুন লেগে বড় ধরনের ক্ষতির আশংকা ছিল। আর ওই সময় রাস্তা একেবারে ফ্রি ছিল, ট্রাকও ছিল খালি।

এ ব্যাপারে মতলব উত্তর সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান ওসি মো. নাসির উদ্দিন মৃধা। শুক্রবার গাড়ির মালিক এসে গাড়িটি উদ্ধার করেন। জানা যায়, মতলব উত্তরের গোপালকান্দি গ্রামের মনির ব্রিকস্ গাড়িটির মালিক।
এদিকে শুক্রবার ওই খুঁটির পরিবর্তে মতলব উত্তর বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনায় নতুন খুঁটি স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)