শাহরাস্তিতে চেয়ারম্যান ফারুক দর্জি ও মৃত মিন্টুসহ ১১জনের করোনা শনাক্ত

ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মৃত সফি আহম্মেদ মিন্টু ও টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক দর্জিসহ নতুন করে ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই পরিবারের স্বামী-স্ত্রী-সন্তানও রয়েছেন।

এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩জন মৃত ও ৩জন সুস্থ হয়েছেন। বাকীরা চিকিৎসাধীন।

শুক্রবার (১২ জুন) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শুক্রবার আসা ১৬টি নমুনার রিপোর্টে ১১জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তরা হলেন- মেহার দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মৃত সফি আহম্মেদ মিন্টু, টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, একই ইউনিয়নের বলশীদ হাজী বাড়ির গৃহবধূ (৪৬), ওই গ্রামের জালাল উদ্দিন মুন্সী বাড়ির পুরুষ (৫০), একই ইউনিয়নের ওয়ারুক বড় বাড়ির বৃদ্ধা মহিলা (৬৫), টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মিয়াজী বাড়ির পুরুষ (৪৩), একই গ্রামের মিয়া বাড়ির যুবক (২১), পৌরসভার উপলতা মোল্লা বাড়ির যুবক (২৪), ওই গ্রামের জমদ্দার বাড়ির পুরুষ (৪২), তার স্ত্রী (৩২) ও শিশু পুত্র (৯)।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ২৭২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩৪জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন