৪০ কর্মহীন পরিবারের বাড়িতে ত্রাণ পৌঁছে দিল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে সর্বসাধারণকে ঘর থেকে বের না হওয়ার জন্য উৎসাহিত করতে কর্মহীন ও শ্রমিজীবী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে ‘ত্রাণ যাবে বাড়ি’। সেই উদ্যোগের ফলে জেলা প্রশাসনের দেয়া হটলাইন নম্বরে কর্মহীন পরিবারগুলো যোগাযোগ শুরু করেছে। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এই মহতী উদ্যোগটি গ্রহণ করেন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হটলাইন নম্বরে কল পেয়ে ৪০জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। স্বেচ্ছায় এই টিমে যোগ দেয়া তরুণ বাইকাররা কর্মহীন লোকদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ৪০জনের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিরোধকালীন সময়ে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে। ইতোমধ্যে এই উদ্যোগের সাথে সহযোগিতা শুরু করেছেন ব্যবসায়ীরা।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন ও শ্রমজীবী মানুষের খাদ্য ও কষ্ট লাগবে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইসব উদ্যোগগুলোও অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)