হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা পেলো না করোনায় আক্রান্ত রোগী

মোরশেদ আলম :
চাঁদপুর সদর হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা হলো না করোনা আক্রান্ত এক রোগীর। পুলিশ তাকে আটক করে পুনরায় হাসপাতালে দিয়েছে।

জানা যায়, ঢাকায় ওই ব্যক্তির (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি রোববার ফরিদগঞ্জস্থ তার বাড়িতে আসেন।

বাড়ির মানুষ তাকে বাড়িতে থাকতে না দেয়ায় তিনি চাঁদপুর সদর হাসপাতালে আসেন। তখন কর্মরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল তাকে রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি দেন। কর্তব্যরত ব্রাদার রোগী রিসিভ করার জন্য পিপিই পড়তে গেলে রোগী পালিয়ে যায়।

সেখান থেকেই করোনায় আক্রান্ত ব্যক্তি বিকেল সাড়ে ৩টায় পালিয়ে যান। পরে তার মোবাইল ট্রেকিং করে তাকে ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চরহোগলা গ্রাম থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। তার বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামে।

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ওই ব্যক্তির রিপোর্ট দেখে তাকে আইসোলেশনে ভর্তি দেয়া হয়। এরপর হাসপাতাল থেকেই তিনি পালিয়ে যান। পরে থানা পুলিশকে জানানো হয়।

মডেল থানার ওসি (তদন্ত) হারুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোবাইল ট্রেকিং করে তাকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোগী এখন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)