চাঁদপুরের অশান্ত রাজরাজেশ্বরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

শাওন পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শান্তিপ্রিয় ইউনিয়ন হিসেবে রাজরাজেশ্বর ছিল সুখ্যাতি। কিন্তু সম্প্রতি নারী ঘটিত বিষয় নিয়ে খুন, ধর্ষণ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অশান্ত হয়ে পরেছে ইউনিয়নটি।

এমন অবস্থায় রাজরাজেশ্বরে আইন-শৃংখলার রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ১৫ সদস্যবিশিষ্ট পুলিশ সদস্যদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় রাজরাজেশ্বর ইউনিয়নের এলাকাবাসীর মনে নিরাপত্তা নিয়ে স্বস্তি এসেছে। পুলিশের এই অস্থায়ী ক্যাম্পকে সাধুবাদ জানিয়য়েছেন ভুক্তভোগীরা।

ফলে ইউনিয়নের এলাকার মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার ফলে মানুষের মনে পুলিশের আস্থা আরো বেড়ে যাবে। যারা অপরাধী রয়েছে তারা সকলে আইনে আওতায় চলে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী জানান, আইন-শৃঙ্খলা উন্নতিকল্পে পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে মা ইলিশ রক্ষায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

মন্তব্য করুন