চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গে স্বামী-স্ত্রীসহ ৫জনের মৃত্যু

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তাদের মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে সেখানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।

করোনার উপসর্গে মৃতরা হলেন- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), একই দিন তার স্ত্রী (৫৫), কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুনিল চন্দ্র দেবনাথ (৫৫), পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরার বিলওয়াই সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী (৪০)। এর মধ্যে সাগর কজী ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তারা জ্বর ও সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

তবে সাগর কাজী সুস্থ হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকার বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ঢাকার ওয়াইজঘাট এলাকায় ফলের ব্যবসা করতেন।

এ নিয়ে উপজেলায় নিয়ে ৩১জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন এবং হাসপাতালের স্যানিটারি অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য আমাদের পর্যাপ্ত পিপিই বরাদ্দ আছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)