চাঁদপুরে আরো ১৫জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২১০ : মৃত বেড়ে ১৮

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩জন মৃত। মৃতরা হলেন- কচুয়া উপজেলার বৃদ্ধ মজিবুর রহমান সরকার ও তার স্ত্রী ফজিলতেন্নেছা। তাদের সন্তান মানিক সরকারও এর আগে করোনায় মারা গেছেন। এ নিয়ে ওই পরিবারের ৩জন করোনা পজেটিভ অবস্থায় মারা গেলেন। মৃত অন্যজন হলেন ফরিদগঞ্জের পূর্ব গাজীপুর এলাকার হাজী আবুল কাশেম (৬৫)।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর টিভি (যক্ষ্মা) ক্লিনিকের ল্যাব টেকনোলজিস্ট (৫৩) ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক (৫৩) রয়েছেন। এর মধ্যে টিভি ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান সদর উপজেলায় করোনা টেস্টের জন্য নমুনা (স্যাম্পল) সংগ্রহ করতেন। এছাড়া চাঁদপুর শহরের আলিমপাড়ার ১ যুবকও (৩২) রয়েছেন।

সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার মোট ৬৩জনের রিপোর্ট এসেছে। ১৫জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকীখ ৪৮জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

সূত্র আরো জানায়, সোমবার নতুন শনাক্তকৃত ১৫জনের মধ্যে রয়েছে : মতলব দক্ষিণের ৪জন, কচুয়ার ৩জন, চাঁদপুর সদরের ২জন, ফরিদগঞ্জের ২জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ১জন, শাহরাস্তির ১জন ও হাইমচরের ১জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২১০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১১, ফরিদগঞ্জে ৩৬, হাজীগঞ্জে ১২, মতলব দক্ষিণ ১২, কচুয়ায় ১২, শাহরাস্তিতে ১২, মতলব উত্তরে ১০ ও হাইমচরে ৫জন।

জেলায় মোট ১৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, সোমবার চাঁদপুর থেকে আরো ১৬০টি নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৯৭৬টি। রিপোর্ট এসেছে ১৬১২টি। রিপোর্ট অপেক্ষমান ৩৬৪টি।

সূত্র আরো জানায়, জেলায় আক্রান্ত ২১০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪৩জন। চিকিৎসাধীন আছেন ১৪৯জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১১জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।

শেয়ার করুন

মন্তব্য করুন