চাঁদপুরে আরো ২৪জনের রিপোর্ট করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ২৪জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। মঙ্গলবার রাতে ও সকালে এসব রিপোর্ট আসে। মঙ্গলবার (১২ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ ১২জন। বাকী ৩২জন চিকিৎসাধীন। এর মধ্যে ৮জন পুলিশ সদস্যও রয়েছেন।

সূত্র আরো জানায়, চাঁদপুর থেকে আরো ১৪জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। মঙ্গলবার সকালে এসব নমুনা পাঠানো হয়। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৮৬৮। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৭২০টির। রিপোর্ট অপেক্ষমান ১৪৮টি।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৩জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৫৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪৩৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৭জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)