চাঁদপুরে আরো ২ পুলিশ সদস্যের করোনা শনাক্ত : মতলবে মৃত জাহাঙ্গীর আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের আরো ২জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দু’জনেই হাজীগঞ্জ থানায় কর্মরত। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামে গত ৬ জুন উপসর্গে মারা যাওয়া জাহাঙ্গীর পাটওয়ারীর (৬৭) নমুনা টেস্টের রিপোর্ট করেনা পজেটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট ২৪জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাকীরা চিকিৎসাধীন। নতুন আক্রান্তরা পুলিশে পদোন্নতি পরীক্ষায় যোগদান উপলক্ষে নমুনা দিয়েছিলেন।

নতুন শনাক্তসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৩জন। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ২৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায় বৃহস্পতিবার মোট ১৬জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে মৃত ব্যক্তিসহ ৩জনের রিপোর্ট পজেটিভ। বাকী ১৩জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২৩জন, মতলব দক্ষিণে ২৩জন, কচুয়ায় ১৮জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ১০জন।

এছাড়া জেলায় মোট ২৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৩জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার চাঁদপুর থেকে আরো ২৪১টি নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৭২৭টি। রিপোর্ট এসেছে ২১২২টি। রিপোর্ট অপেক্ষমান ৬০৫টি।

তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২৯৩জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৬জন। চিকিৎসাধীন আছেন ১৯২জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৫৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১২৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৪১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)