চাঁদপুরে একদিনে ৩৭জনের করোনা শনাক্ত : সুস্থ ২৬জন

বিশেষ প্রতিবেদক :
চাঁদপুরে রোববার একদিনে দুই দফায় ৩৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১১জন, হাইমচরে ৭জন, মতলব দক্ষিণে ৭জন, হাজীগঞ্জের ৫জন (মৃত ১জনসহ), ফরিদগঞ্জের ৫জন, মতলব উত্তরের ১জন ও কচুয়ার ১জন রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রোববার (২৮ জুন) দুই দফায় ১০৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ। একই দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬জন।

এর আগে দুপুরে ৪২জনের করোনা শনাক্তের তথ্য প্রদান করা হলেও সন্ধ্যায় জানানো হয়, ৫টি পজেটিভ রিপোর্ট ছিল পূর্বে আক্রান্তদের। ফলে নতুন আক্রান্ত ৩৭জন।

হাজীগঞ্জে নতুন শনাক্তকৃতদের মধ্যে ইতিপূর্বে উপসর্গে মৃত ৬নং বড়কুল পূর্ব বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা এলাকার শামসুন্নাহার (২৮)ও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৬জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮৪২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩১৮জন, শাহরাস্তিতে ৯৩জন, মতলব দক্ষিণে ৯৫জন, হাজীগঞ্জে ৮৭জন, ফরিদগঞ্জে ৮৩জন, হাইমচরে ৬৯জন, মতলব উত্তরে ৬২জন ও কচুয়ায় ৩৫জন।

জেলায় মোট ৫৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৪৩০৮টি। রিপোর্ট এসেছে ৩৯৫১টি। রিপোর্ট অপেক্ষমান ৩৫৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৮৪২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৫২জন। চিকিৎসাধীন আছেন ৫৩৪জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৩৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮৮জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬৬২৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪২৭৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৫০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)