চাঁদপুর জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৪২জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৪২জনকে ৪৮ হাজার ১শ’ ৩০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সোমবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশানা অমান্য করে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইন অনুযায়ী ১৮টি মামলায় ৪২জন ব্যক্তিকে সর্বমোট ৪৮ হাজার ১শ’ ৩০ টাকা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১টি মামলায় ১জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ রোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)