চাঁদপুর জেলা ছাত্রলীগ ও কিউআরসির মশক নিধন ঔষধ ছিটানো সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল প্রতিষ্ঠিত কিউআরসি ও চাঁদপুর জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৮নং ওয়ার্ডে মশক নিধন ঔষধ ছিটানোর কাজ সম্পন্ন হয়। রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত গুয়াখোলা, আদর্শ মুসলিম পাড়া, ঘোষপাড়া, চৌধুরীপাড়া, মুনসেফ পাড়া, কুমিল্লা রোডসহ বিভিন্ন এলাকায় মশক নিধন ঔষধ ছিটানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, কিউআরসি নির্বাহী পরিচালক মোঃ মেহেদী হাসান, টিম লিডার নাজমুল হাসান বাঁধন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অতনু সাহা, পৌর ছাত্রলীগ নেতা মারুফ, আল-আমিন, কিউআরসি সদস্য মোঃ মাসুদ হোসেন, দীপু দাস, ওমর ফারুক খান, তানজির, শামিম, শেখ মোহাম্মদ।

চাঁদপুর শহরের গত কয়েক মাস ধরেই মশার প্রকোপ বৃদ্ধি পায়। মশার প্রকোপ বৃদ্ধি ঠেকাতে এগিয়ে আসলো চাঁদপুর জেলা ছাত্রলীগ ও কিউআরসি।

উল্লেখ্য, করোনা মহামারি রোধে শুরু থেকেই কাজ করছে কিউআরসি। গত ২৫ মার্চ থেকেই সংগঠনটি সার্বক্ষণিক সক্রিয় থেকে চাঁদপুর জেলার মানুষের পাশে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)