চান্দ্রায় নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের ৪ বাড়িতে লাল পতাকা

খুরশিদ আলম :
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত নারয়ানগঞ্জ হতে ৯জন আসার সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে। মঙ্গলবার সকাল হতে আগত ৪ ব্যাক্তির বাড়িতে প্রশাসনের নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পরিষদের পক্ষ হতে লাল পতাকা টানানো হয়েছে।

নারায়নগঞ্জ হতে যারা আগমন করেছে বলে ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক ফাহিমুল ইসলাম শশী জানান তারা হচ্ছেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড ৪জন কাদির বেগের ১পুত্র, শাহলাম বেগের ২ পুত্র, জয়নাল বেগের ১ পুত্র। ৬নং ওয়ার্ড : আবদুল আলী মিজি বাড়িতে ৪জন। ৮নং ওয়ার্ড
হারুন হাওলাদারের মেয়ের জামাই মোঃ মহসিন আখন। ৯নং ওয়ার্ড আঃ রব শেখের মেয়ের জামাই এবং ২ মেয়ে গাবতলী মার্কেটের পাশে হেদু মিজীর বাড়ির আলী এরশাদ মিজির পুত্র।

১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু ঘটনার সত্যতা স্বীকার করে ইতিমধ্যে নারায়নগঞ্জ হতে আসা ৪টি বাড়ি বাখরপুর ফজল শেখ এর বাড়ি, মদনা ৬নং ওয়ার্ড কালু গাজী বাড়ি, ৯নং ওয়ার্ড বালিয়া হারুন হাওলাদার বাড়ি, চান্দ্রা চৌরাস্তা দক্ষিন বালিয়া বাবুল গাজী বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে, বাকীগুলোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)