জেলা প্রশাসনের উদ্যোগে ৬৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

শাওন পাটওয়ারী :
জেলা প্রশাসনের ‘উপহার যাবে বাড়ি’ প্রোগ্রামের আওতায় বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ফোনে কল করলেই বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রীর উপহার। ১১তম দিনে জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত মোট ১হাজার ১শ’ ৪৫টি পরিবারকে এই প্রোগ্রামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।

সোমবার ১১তম দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৫টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে উপহার যাবে বাড়ি কার্যক্রমের স্বেচ্ছাসেবকরা।

রোববার হট লাইনে মোট ১৩৪টি কল রিসিভ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৬৫টি বিপদগ্রস্থ পরিবারকে স্বেচ্ছাসেবকদের মটর বাইক ও অটোবাইকের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পৌঁছে দেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নির্দেশে উপহার যাবে বাড়ি কার্যক্রম পরিচালনা করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

কার্যক্রমে প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধাকেজি ডাল, ১ কেজি আটা, ১টি হাত ধোওয়ার সাবান।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, প্রতিদিন অনেক ফোন কল আসছে। আমরা যাচাই-বাছাই করে উপহার পৌঁছে দিচ্ছি। বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)