ত্রাণ নিয়ে পরিবহন শ্রমিকদের পাশে চাঁদপুরের জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সারাদেশের ন্যয় চাঁদপুরেও গণপরিবহন সীমিত রাখা হয়েছে। যার ফলে জেলার কর্মহীন হয়ে পড়া ১ হাজার ২শ’ ৭০জন শ্রমিকের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০জন শ্রমিককে ত্রাণ দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়।
বিকেলে পরিবহন শ্রমিকদের ত্রান কার্যক্রম আনুষ্ঠাানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিবহন চালক, হেলপার, শ্রমিকসহ ১২৭০জন শ্রমিকের জন্য সরকারের পক্ষ থেকে ৫টন চাল বরাদ্দ হয়েছে। প্রাথমিকভাবে আজ ১৫০জন শ্রমিককে দেয়া হয়েছে। বাকী শ্রমিকদেরকে পর্যায়ক্রমে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)