ফরিদগঞ্জের সৌদিয়া ফার্মেসী লকডাউন করেছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে একদিনে নতুন আরো ১০জনের করোনা শনাক্ত হওয়ার পর উপজেলা সদরের সৌদিয়া ফার্মেসী লকডাউন করে দিয়েছে প্রশাসন। আক্রান্ত রোগী ওই ফার্মেসীর ভিতরে অবস্থান করে ওষুধ কেনায় ফার্মেসীটি লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নির্দেশনায় রোববার আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করে দেয় পুলিশ প্রশাসন। একই সাথে ফরিদগঞ্জ বাজারের সৌদিয়া ফার্মেসীতে করোনা আক্রান্ত রোগী ওষুধ ক্রয় করতে এসে দীর্ঘ সময় সেখানে অবস্থান করায় প্রশাসন ফার্মেসীটি বন্ধ করে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, করোনা আক্রান্ত রোগী ওই ফার্মেসীতে অবস্থান করায় সতর্কতামূলকভাবে ফার্মেসীতে বন্ধ করে দিয়েছে প্রশাসন। যাতে সেখানে করোনার সংক্রমণ না ঘটে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)