ফরিদগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওএমএসের চাল বিক্রি

দেলোয়ার হোসেন বেলাল :
করোনা ভাইরাস নিয়ে দেশে চলমান দূঃসময়ে ঝুঁকি এড়াতে এবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে কর্মহীন ও অসহায়দের মাঝে ওএমএসের কেজি প্রতি ১০ টাকা মূল্যের সরকারি চাল বিক্রি হয়েছে।

রোববার ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ডে সামাজিক নিরাপত্তা বজায় রেখে সরকারি চাল বিক্রি করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তারসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা বজায় রেখে ওএমএসের সরকারি চাল সুশৃঙ্খলভাবে ওই চাল ক্রয় করতে দেখে অনেকের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়। তবে চাহিদানুপাতে সরবরাহ কম থাকায় কর্মহীন ও অসহায় মানুষরা উক্ত চাল ক্রয় করতে পারছেন না বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানায়, কর্মহীন ও অসহায়রা সপ্তাহে ৩দিন ভোটার আইডি কার্ড দেখিয়ে অসহায়রা জনপ্রতি ৫ কেজি করে ওএমএসের এই চাল ক্রয় করতে পারবেন।

শেয়ার করুন

মন্তব্য করুন