বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন শেষ, ঢাকা-নারায়নগঞ্জ থেকে আসাদের শুরু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রবাস থেকে আসা লোকদের টানা ১৪ দিনের হোম কোয়ারেন্টাই শেষ হয়েছে। প্রবাস থেকে আসা জেলার সর্বশেষ লোকটির হোম কোয়ারেন্টাইন শেষ হয় শুক্রবার। এবার শুরু হয়েছে ঢাকা-নারায়নগঞ্জসহ করোনা কবলিত বিভিন্ন জেলা থেকে আসা লোকদের হোম কোয়ারেন্টাইন। তাদেরও টানা ১৪ দিন ঘরে থাকতে হবে। এসব লোকের তালিকা প্রস্তুত করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাধ্যমে। শুক্রবার পর্যন্ত সংখ্যাটি ছিল ৮৩২জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায, জেলায় বর্তমানে বিদেশফেরত সবার’ই হোম কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা পেরিয়ে গেছে। সর্বশেষ আসা লোকটির হোম কোয়ারেন্টাইন ১০ এপ্রিল শেষ হয়েছে। তারপর আর কেউ নতুন করে বিদেশ থেকে দেশে ফিরেন নাই। এ নিয়ে জেলায় মোট ২১৭৫জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আর আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫জন। এদের মধ্যে ৪জনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, ১ মার্চ থেকে চাঁদপুর জেলায় বিদেশ প্রত্যাগত মোট লোক সংখ্যা ৫১৪৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন