বেদে ও হিজড়া সম্প্রদায়ের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

শাওন পাটওয়ারী :
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনার পর থেকে গৃহবন্দী সকল শ্রেণী-পেশার মানুষ। গৃহবন্দি মানুষে পাশে এসে দাঁড়াচ্ছে চাঁদপুর জেলা পুলিশ। তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।

প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে শহরের কয়লাঘাটে ৮৫জন হিজরা ও ২০০ বেদে পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, সাবান, লবন, তেল, পেঁয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের এ দুর্যোগের চাঁদপুর জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নিম্নমধ্যবিত্ত গরীব, অসহায় মানুষের মাঝে জেলা পুলিশ এক সপ্তাহের বাজার সরবরাহ করছে। এটি সরকারি কোন কোন সাহায্য নয় সমাজারে যারা দানশীল ব্যক্তি রয়েছে তারা ত্রাণ দিচ্ছেন তাদের সাথে জেলা পুলিশ সমন্বয় করে এ দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)