মায়া-দিপু-মাহির নির্দেশনায় গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহি চৌধুরীর সার্বিক সহযোগিতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক কৃষকদের বিনা পয়সায় (কোনো পারিশ্রমিক ছাড়া) ধান কেটে মাড়াই কাজ সম্পন্ন করে ঘরে তুলে দিলো চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ।

সোমবার উপজেলার উত্তর উপাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এক কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় তাদের জমির ধান কেটে মাড়াই কাজ শেষ করে ঘরে উঠিয়ে দেয় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ ।

জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের মানুষ যখন ঘরবন্দী, তখন প্রাণের ভয়ে শ্রমিকরাও গৃহবন্দী। শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের কৃষকরা। এ অবস্থায় গত কদিন ধরে দেশের ন্যায় মতলব উত্তর-মতলব দক্ষণ উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষকরা।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান মৃধা জানান, স¤প্রতি স্থানীয় ছাত্রলীগের এক কর্মীর মুঠোফোনের মাধ্যমে জানতে পারি উত্তর উপাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এক কৃষকের সহ ওই এলাকার প্রায় ২/৩জন বর্গাচাষী তাদের আর্থিক সমস্যার কারনে ধান কাটতে পাড়ছে না। পরে ওই সব কৃষকদের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে এ কর্মসূচি হাতে নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহি চৌধুরী‘র নির্দেশনায় ওই কৃষকের বিনা পারিশ্রমিকে ধান কেটে বাড়িতে উঠিয়ে মাড়াই কাজ সম্পন্ন করি।

কৃষকের ধান কাটা পরিচালনায় ও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ পাটওয়ারী, মোঃ আরিফ হোসেন সাগর, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান মৃধা,মতলব দক্ষিণ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবাযয়েত হাসান ইহাম,মতলব দক্ষিণ পৌর ছাত্রলীগের সহ- সম্পাদক আখতারুজ্জামান রিফাত, ইমন প্রধান, সালাউদ্দিন, তারেক রাকিব, আলামিন মির্জা, রাসেল বাউল প্রমুখ।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা শুভ পাটওয়ারী, মোঃ আরিফ হোসেন সাগর জানান, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহি চৌধুরী‘র নির্দেশে আমরা উপজেলাব্যাপী এ কর্মসূচি চালাচ্ছি। যেসব কৃষক আর্থিক সমস্যার কারনে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।

স্থানীয় কৃষকরা জানায়, জমির ধান পেকে গেছে। তা ছাড়া জমিতে পানিও উঠেছে। কিন্তু করোনার ভয়ে শ্রমিক সংকটের কারনে জমির ধান কেটে বাড়িতে নিতে পাড়ছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে যাওয়ায় দুশ্চিন্তা মুক্ত হলাম।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)