শাহরাস্তিতে কৃষকের ফোন পেয়ে মাঠে গিয়ে ধান কাটলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি :
শাহরাস্তিতে কৃষকের ফোন পেয়ে মাঠে গিয়ে ধান কেটে দিল ছাত্রলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান জীবনের নেতৃত্বে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের একটি মাঠে শ্রমিক সংকটে কৃষকের এ ধান কাটা হয়।

জানা যায়, করোনা সংকটে শ্রমিক না পাওয়ায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের দিঘির জানের বাড়ির কৃষক মোঃ জাহাঙ্গীর আলম ৪৮ শতাংশ জমির ধান নিয়ে বিপাকে পড়েন। পরে ছাত্রলীগ কর্মীদের ফোন দিলে তারা এসে ওই কৃষকের ধান কেটে দেন।

ধান কাটার কাজে সহায়তা করেন উপজেলা ছাত্রলীগ নেতা, নিবির সবুজ, তানভীর হাসান সাগর, ফরাদ হোসেন শাকিল, আরিয়ান আবির, ওমর ফারুক, সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সাকিব হাসান আইয়ান, ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আশিক, রাকিব, চিতোষি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের হৃদয়, শামীম, রাসেল, সূচীপাড়া দক্ষিণের শেখ ফরিদ, শরিফ, সূচীপাড়া উত্তর ইউনিয়নের ইয়ামিন রাজু ও নিজাম খান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান জীবন জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাদ্দাম হোসেন খানের নির্দেশনায় ধান কাটা নিয়ে সমস্যায় পড়া কৃষকদের সহায়তায় ছাত্রলীগ নেতা-কর্মীরা এগিয়ে এসেছে। উপজেলায় যে কোন স্থানে ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে কৃষক ফোন দিলেই ছাত্রলীগ নেতা-কর্মীরা হাজির হয়ে যাবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)