শাহরাস্তিতে মাস্ক, সাবান ও সচেতনতার বার্তা নিয়ে ওসির প্রচারণা

ফয়েজ আহমেদ :
করোনাভাইরাস (কোভিড ১৯ ) প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে মাস্ক এবং সাবান নিয়ে ক্যাম্পেইন করেছেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম। হাজীগঞ্জ-শাহরাস্তির গনমানুষের নেতা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষে সোমবার শাহরাস্তির বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

জানা যায়, ওইদিন তিনি পৌর এলাকার কাজিরকামতা, সেনগাঁও, নাওড়া ও বাদিয়া জামে মসজিদে করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং সচেতনতার লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও ঘরে অবস্থান কর্মসূচি পালন বিষয়েদিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষে মাস্ক ও সাবান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, শাহাব উদ্দিন, বাহার উদ্দিন ও তুষার চৌধুরী রাসেল প্রমুখ।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, আগামী ৭ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময় জরুরী কারণ ব্যতীত ঘর হতে বের না হওয়া এবং সরকারি আদেশসমূহ সকলকে মেনে চলার অনুরোধ করছি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)