শাহরাস্তিতে মেসেঞ্জারের ক্ষুদে বার্তায় খাদ্যসামগ্রী পেল ২১৫ পরিবার

ফয়েজ আহমেদ :
ফেসবুক মেসেঞ্জার গ্রুপে (আমরা উনকিলার সন্তান) একটি ক্ষুদে বার্তা- ‘আমরা কি করোনার সংকটে গ্রামের অসহায়দের পাশে দাঁড়াতে পারিনা?’ এরপর একে একে যুক্ত হলো গ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এক সপ্তাহের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ে জমা হলো ১ লক্ষ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা। যা দিয়ে গ্রামের ২১৫ পরিবারের মাঝে পাঠানো হলো রমজান ফুড প্যাক।

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের তরুণদের এই মহতি উদ্যোগে বৃহস্পতিবার রাতের আঁধারে দ্বারে দ্বারে পৌছে গেল ‘আমরা উনকিলার সন্তান’ গ্রুপের ‘রমজান ফুড প্যাক’। ওই দিন বিকেলে উনকিলা গ্রামের কৃতি সন্তান শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী ও তার সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা যুবলীগের সহ-সম্পাদক নাসরিন জাহান সেফালী ফুড প্যাক বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, মরণঘাতি কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে নিজ গ্রামের লোকদের ঘরে রাখতে ‘আমরা উনকিলার সন্তান’ গ্রুপের মাধ্যমে এলাকার যুবসমাজ এ উদ্যোগ গ্রহণ করে। করোনা সংকটে এলাকার যুব সমাজ পাশে দাঁড়ায় গরীব, অসহায় ও নিন্ম আয়ের মানুষদের পাশে।

এ ব্যাপারে উদ্যোক্তাদের একজন মোঃ শামছুদ্দিন জানান, সরকার ঘোষিত ঘরে থাকুন কর্মসূচিতে যাদের আয় রুজি বন্ধ তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ‘আমরা উনকিলার সন্তান’ নামক মেসেঞ্জার গ্রুপে একটি ক্ষুদে বার্তা প্রেরন করি। মুহূর্তেই সাড়া পড়ে যায়। আমাদের গ্রামের এনড্রয়েড মোবাইল সেট ব্যবহার করে এমন তরুণ প্রজন্ম থেকে শুরু করে শিল্পপতি সবাই এগিয়ে এসেছেন। তাই মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২১৫টি পরিবারের জন্য ভাল মানের ফুড প্যাক প্রস্তুত সম্ভব হয়।

স্থানীয়দের মতে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে উনকিলা গ্রামের অনলাইন ব্যবহারকারীদের এ উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)