শাহরাস্তিতে সাংবাদিকদের পিপিই প্রদান করলেন হৃদয়

ফয়েজ আহমেদ :
শাহরাস্তিতে করোনা সংকটে গনমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষার জন্য অপরূপা নাট্যগোষ্ঠির পক্ষ হতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের অর্থায়নে বৃহস্পতিবার উপজেলায় কর্মরত ২৮জন সাংবাদিকের হাতে এই পিপিই তুলে দেয়া হয়।

জানা যায়, মরণঘাতি কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি নিয়ে শাহরাস্তিতে কর্মরত সাংবাদিকরা প্রতিদিন সংবাদ সংগ্রহের জন্য উপজেলার এ প্রান্ত হতে অপর প্রান্তে ছুটে বেড়াতে হয়। এতে সংবাদকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সংক্রমণ ঝুঁকি থাকায় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, সৌদি আরব রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের পাবলিক রিলেশন অফিসার, মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ২৮জন গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় মুঠোফোনে শাহরাস্তির গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং নবজাতক কন্যাসহ পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি হাবীবুর রহমান ভুঁইয়া, জাকির হোসাইন খান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)