সৌদিতে ৫২জনের মৃতের ১০জন’ই বাংলাদেশের, সৌদিতেই দাফন

সৈয়দ আহমেদ, জেদ্দা, সৌদি আরব থেকে :
সৌদি আরবে করোনায় মৃত ১০জন বাংলাদেশির নাম প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে শ্রম ও লেবার উইং মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছে।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত সংখ্যা ৪০৩৩জন, সর্বমোট মারা গেছেন ৫২জন। মৃতদের মধ্যে গড়ে প্রায় ২০% বাংলাদেশী।

মৃত ব্যক্তিরা হলেন:
১. কোরবান, পিতা:রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা উপজেলা সাভার, জেলা ঢাকা।

২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।

৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।

৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।

৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।

৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।

৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।

৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।

১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।

উপরে উল্লেখিত মৃত প্রবাসী বাংলাদেশিরা গত ২৪ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সৌদি আরবে এখন পর্যন্ত যে ১০জন বাংলাদেশি মারা গেছেন তাদের লাশ সৌদি সরকারের খরচে স্থানীয়ভাবে দাফন হচ্ছে। এই লাশগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেই।

যারা মারা গেছেন তারা যদি সৌদি আরবে বৈধ ভাবে বসবাস করে থাকেন, তাহলে তাদের পরিবার অবশ্যই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তিন লক্ষ টাকার সরকারি অনুদান পাবেন। এর জন্য পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন করতে হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন