হাজীগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া নারীর লাশ দাফনে বাধা, কবর খুড়লো পুলিশ

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার দেড় ঘন্টার মাথায় মৃত্যুবরণ করেন হাজীগঞ্জের এক নারী। রাতেই তাকে তার পিতৃভূমি হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নে কবর দেওয়ার প্রস্তুতি নিলে বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী।

এমন নির্মমতার খবর শুনে শনিবার ভোর রাতে ঘটনাস্থলে যেয়ে মৃত ফাতেমার কবর খুড়লেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন। এ সময় তার সাথে ছিলেন হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত ও ইসলামী আন্দোলনের দাফন-কাফন টিমের প্রধান মাওলানা যোবায়ের আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মসূত্রে চাঁদপুর শহরে বসবাসকারী তার স্বামী জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে তার মৃত নারী পৈত্রিক বাড়ি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে।

শেয়ার করুন

মন্তব্য করুন