হাজীগঞ্জে করোনায় আক্রান্ত মৃতদেহ দাফনে ১১ যুবকের আগ্রহ

জহিরুল ইসলাম জয় :
করোনাভাইরাসে আক্রান্ত বা করোনা সন্দেহে মৃত ব্যক্তিদের গোসল, জানাজা ও দাফন কাজে আগ্রহ প্রকাশ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১জন তরুণ। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আহ্বানে দাফন কাজে সাড়া দেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও বৈশাখী বড়ুয়ার কাছে নিজেদের মোবাইল নম্বর ও নাম-ঠিকানাসহ তালিকা তুলে দেন ওই যুবকরা।

এদের একজন মাওলনা জুবায়ের আহমেদ। তিনি মুঠোফোনে বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে একটি স্বেচ্ছাসেবামূলক দলের তালিকা প্রকাশ করেছি। আমরা দলবদ্ধভাবে কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে আগ্রহী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ‘একজন মানুষ দরকার’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন।সেখানে ইউএনও বলেন, ‌’কমপক্ষে ১০জন এবং সর্বোচ্চ ২৫জন স্বেচ্ছাসেবক (কমপক্ষে ৩জন মেয়ে/মহিলাসহ) দরকার করোনাভাইরাসে মৃত মানুষের লাশ দাফন/সৎকার করার জন্য। আগ্রহীদের প্রশিক্ষণ ও সৎকারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। কমেন্টে- নাম (পিতা/মাতার নামসহ, ঠিকানা, ফোন নং) মেয়েদের ফোন নম্বর ইনবক্সে দিতে পারেন।’

শেয়ার করুন

মন্তব্য করুন