হাজীগঞ্জে মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন

চাঁদপুর হাজীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাসিকোটে ১০ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার(১৫ ডিসেম্বর) বিকেলে নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. এ কে এম শাহাজাহানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউলের পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাইনুদ্দীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, নাসিরকোট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল আলম, ইউপি সচিব নুরুল ইসলাম মোল্লা।

প্রসঙ্গত,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হাজীগঞ্জের নাসিরকোটে ১১জন শহীদকে কবর দেয়া হয়। তাদের স্মৃতি রক্ষার্থে এ প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরসহ মোট ১৫টি স্টল, নাগরদোলাসহ প্রতিদিন বিকাল ৩টা থেকে থাকবে মুক্তিযুদ্ধাদের স্মৃতিচারণ।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)