হাজীগঞ্জে ১১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা চলছে। সেই লকডাউন অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা না মানায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আশ পাশের বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এসব জরিমানার কারন খুজে জানা যায়, হাজীগঞ্জ বাজারে বেশিরভাগ ব্যবসায়ী দোকানের অর্ধেক শাটার খুলে জিনিসপত্র মালামাল বিক্রি করেছে। যে কারনে ভ্রাম্যমাণ আদালতে এক এক দোকান্দারকে ২ থেকে ৪ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

এ সময় বাজারে আগত জনসাধারণকে জিজ্ঞাস করা হলে বেশীভাগ লোক বলছে, ব্যাংকে, হাসপাতালে, ওষুধ কিনতে বাজারে এসেছে।

ভ্রাম্যমাণ চলাকালীন সময়ে সেরাবাহিনীর একদল টিম সাথে ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন