Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প : জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে চাঁদপুর জেলায় ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক ভূকম্পনে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকল্পে পাকা ইমারতেও বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। চাঁদপুর ছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার ‍দূরে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।

চাঁদপুরে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এসময় অনেকে ভয়ে বাসার বাইরে চলে যান। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‌রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎস ছিল রাজধানীর আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২২৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় আসাম অঞ্চল।

Exit mobile version