Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ৩১টি বাল্কহেড ও ড্রেজারসহ ৬২ শ্রমিককে আটক

কবির হোসেন মিজি :
চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ টি বাল্কহেড, ৩টি ড্রেজার জব্দ ও ৬২জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ।

রোববার (৬ আগস্ট) দুপুরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৫ আগস্ট) দিনগত রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের পাঁচটি ইউনিট এই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু চাঁদপুর, শরীয়তপুর ও হিজলা এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী বালু উত্তোলন করছে। আমরা অভিযান করেও সফল হতে পারছি না। কারণ আমাদের ফাঁড়ি ও থানার আশাপাশে কিছু তথ্যদাতা আছে। যার কারণে অভিযানের সময় তারা টের পেয়ে যায়। এখনও দিন ও রাতে বাল্কহেড চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে। আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর আগেও চাঁদপুরে একাধিক প্রাণহানি ও দুর্ঘটনা ঘটেছে। নৌ পথ নিরাপদ রাখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Exit mobile version