নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির প্রাক্তন সদস্য, চাঁদপুর জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুরের এক সময়ের কিংবদন্তী ছাত্রনেতা শাহজাহান চোকদার ইন্তেকাল করেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাহজাহান চোকদার চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ভিপি (৭৭-৭৯) ও জিএস (৭৫-৭৬) ছিলেন। তিনি চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের সর্বশেষ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ছিলেন।
সোমবার রাত ৯টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে জানাজা শেষে মরহুমকে চাঁদপুর পৌর কবরস্থানে সমাহিত করা হয়।