Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় দেশী মাছের আকাল…

এককালে নদীতে নানা প্রজাতির বৈচিত্র্যপূর্ণ স্বাদের দেশী মাছ পাওয়া যেত। বিশেষ করে বর্ষায় মাছ আহরণ হতো সবচেয়ে বেশি। কালের আবর্তে বর্তমানে নদীতে দেশী মাছ পাওয়া যাচ্ছে অনেক কম। কমছে ইলিশের আহরণও।

পরিবেশ ও ঐতিহ্য রক্ষার স্বার্থে হারিয়ে যেতে বসা মাছগুলো সংরক্ষণ জরুরী হয়ে পড়েছে। বর্তমান বর্ষা মৌসুমেও জেলেরা দিন-রাত এক করে নদীতে অবস্থান করেও স্বল্প মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

চাঁদপুর পুরানবাজার হরিসভা এলাকায় দীর্ঘক্ষণ জাল টেনেও কাঙ্খিত মাছ না পাওয়ায় হতাশ জেলেরা।

-ছবি ও প্রতিবেদন : শরীফুল ইসলাম।

শেয়ার করুন
Exit mobile version