চাঁদপুরের বন্যায় গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে অভিযান : ২৯ হাজার টাকা অর্থদন্ড

ফয়েজ আহমেদ :
বর্তমান বন্যা পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের খবর ছড়িয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে গ্যাসের সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর বিভিন্ন ধারায় ৬টি পৃথক মামলায় ৬জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে ব্যবসায়ীদের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এছাড়া শাহরাস্তি উপজেলার সকল ব্যবসায়ীকে পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)