Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর ফেরিঘাটে ইট-বালি-বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-শরীয়পুর ফেরি সার্ভিসের চাঁদপুর ফেরি ঘাটের ক্রসিং রাস্তা নির্মাণে ইট ও বালির পাশাপাশি বাঁশ ব্যবহার করা হচ্ছে।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের কারণে এর স্থায়ীত্ব নিয়ে শংকিত স্থানীয়রা।

এ ব্যাপারে ঠিকাদার প্রতিনিধি জানান, যথাযথ নিয়ম ও সিডিউল অনুযায়ী কাজটি করা হচ্ছে। এই কাজে বাঁশ ব্যবহারের উল্লেখ রয়েছে। সেই নিয়ম অনুযায়ী বাঁশ ব্যবহার করা হচ্ছে।

চাঁদপুর বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সিডিউল মতো কাজ হচ্ছে। এই কাজে বাঁশ ব্যবহার করা হচ্ছে নিয়ম অনুযায়ী। এখানে কোনো অনিয়ম হয়নি। সূত্র আরো জানায়, সারাদেশেই ফেরিঘাটের ক্রস রাস্তা নির্মাণে বাঁশ ব্যবহার করা হয়। এসব সড়ক ক্ষণস্থায়ী হওয়ায় এবং ঘন ঘন নদীতে ভেঙে যাওয়ায় সরকারি অর্থের সাশ্রয় করতে বাঁশের ব্যবহার করা হয়।

শেয়ার করুন
Exit mobile version