Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

এবার কাস্তে হাতে জেলা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে কৃষি শ্রমিকের সংকটের সময়ে গরীব কৃষকের ধান কাটতে এবার কাস্তে হাতে নিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান। তারা কৃষকদের ধান কেটে দেন।

বুধবার কচুয়া উপজলার ৪টি ইউনিয়নে ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগের এই শীর্ষ নেতৃবৃন্দ। সাথে ছিলেন কচুয়া উপজেলা ও বিভ্ন্নি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় কচুয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে উপহারস্বরুপ কাস্তে এবং গামছা তুলে দেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন বলেন, তৃণমূল ছাত্রলীগকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ছাত্রলীগের ধারাবাহিক ধান কাটার অংশ হিসেবে আজকে (বুধবার) আমরা কচুয়া উপজেলার ৪টি ইউনিয়নে ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে ধান কাটায় অংশ নিয়েছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুপ্রেরণায় আমরা দেশের খাদ্য উৎপাদন ঠিক রাখতে ও গরীব কৃষকের কল্যাণে সারা জেলায় ধান কাটা কর্মসূচি পালন করছি। মানুষের ও দেশের কল্যাণে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।

Exit mobile version