Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের নদীতে অভয়াশ্রমের ২২ দিন ড্রেজার ও স্পিডবোট বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক :
ইলিশের প্রজনন রক্ষায় ৪ অক্টোবর থেকে ২২ দিন ড্রেজার ও স্পিডবোট বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিপদপ্তরের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, অভিযান চলাকালে একটি নৌকাও নদীতে নামতে পারবে না। অধিক গতি বা একের অধিক ইঞ্জিনচালিত নৌকাগুলো রিকুইজিশন করে রাখা হবে। সেগুলো নৌ-পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ ব্যবহার করবে। আর এ বছর আটক নৌকা সাথে সাথে নিলামে বিক্রি করে দেয়া হবে।

তিনি আরো বলেন, হাইমচরে ২২ দিন যাতে কোস্টগার্ডের একটি জাহাজ স্থায়ীভাবে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং করতে হবে। ডুবোচর কেটে ফেলতে হবে। অভয়াশ্রমের ২২ দিন ড্রেজার বন্ধ থাকবে। নদীত ব্যক্তি মালিকানাধীন স্পিডবোট বন্ধ থাকবে।

Exit mobile version