Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের নদীতে ফের পুলিশের উপর জেলেদের হামলা

শরীফুল ইসলাম :
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমে পড়া জেলেদের নিবৃত্ত করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেপরোয়া জেলের দল সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের উপরও চড়াও হচ্ছে। ফলে নদীতে এসব জেলেদের বিরুদ্ধে অভিযান চালানো কষ্টকর হয়ে উঠেছে।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ-থানার অভিযানে আবারো জেলারা হামলা চালিয়েছে। শনিবার বিকেলে নৌ-থানা পুলিশের ২টি টিম নদীতে টহলে নামে। এ সময় রাজরাজেশ্বর এলাকায় জেলেরা মাছ শিকার অবস্থায় জেলেদের ট্রলারে ধাওয় করলে এক পর্যায় জেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে।

এদিকে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ২টি জেলে নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল নৌ-পুলিশ কার্যালরের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।

Exit mobile version