Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে টিসিবির পণ্য কিনতে সামাজিক দূরত্ব লঙ্ঘন!

শাওন পাটওয়ারী :
মরণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হাট-বাজারে লোক সমাগম ঠেকাতে মুদি দোকানপাট ছাড়া অনান্য হাট-বাজার এখন খোলা মাঠে। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বে কেনাকাটা করতে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসনের এই চেষ্টা।

কিন্তু চাঁদপুরে সামাজিক দূরত্ব না মেনে লোক সমাগম করে শত শত ক্রেতা লাইনে দাঁড়িয়ে অনেকটা যুদ্ধ করে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে দেখা গেছে। এতে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রকট আকার ধারণ করেছে।

বুধবার সকালে শহরের পাল বাজারের সামনে রমজানের পূর্বে কম দামে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর কিনতে ট্রাকের পিছনে এমন দৃশ্যের দেখা মিলে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে নূন্যতম ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন থেকে বলা হলেও টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের মধ্যে ৩ ইঞ্চিও দূরত্ব মানতে দেখা যায়নি। মানুষের স্রোত ঠেকাতে ৩ থেকে ৪জন পুলিশও অনেকটা নিরুপায় ছিল।

ডিলার মোস্তফা মিয়ার সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বলেন, আমরা কি করবো। মানুষ পারছে তো ছিরে খেয়ে ফেলছে।

৯৪০ টাকা প্যাকেজে ৫ লিটার তেল (পুষ্টি), ৫ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল ও ১ কেজি খেজুর বিক্রি করেছে টিসিবি।

Exit mobile version