Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে পুনাকের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

লকডাউনে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব : ডা. আফসানা শর্মী

নিজস্ব প্রতিবেদক :
করোনাকালীয় সময়ে তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার উদ্যোগে এাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় মডেল থানা প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, পুনাক জেলা শাখার সহ-সভানেত্রী পূজা দাশ ও কোষাধ্যক্ষ ঈশান ইভা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়াসহ পুনাকের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ডা. আফসানা শর্মী বলেন, লকডাউনের এই কঠিন সময়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। তাই দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এগিয়ে এসেছি। এমনিভাবে সরকারের পাশাপাশি বিত্তবান বা একটু অবস্থাশালী সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

Exit mobile version