Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে পুলিশ দেখে গামছা দিয়ে মাস্ক বানালো ট্রাকের হেলপার!

ফয়েজ আহমেদ :
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে কর্তব্যরত পুলিশকে দেখে গামছা দিয়ে মাস্ক বানালো ট্রাকের হেলপার। মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টপেজে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন বিকেলে শাহরাস্তি থানা পুলিশের পক্ষ হতে লকডাউন মেনে চলতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মাস্ক বিতরণ চলছিল। গণপরিবহণ বন্ধ থাকায় ব্যটারি চালিত অটোরিক্সা, সিএনজি অটোরিক্সা ও ট্রাক থামিয়ে মাস্ক না থাকা যাত্রী ও শ্রমিকদের মাস্ক পরিয়ে দিচ্ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান।

এমন সময় একটি ট্রাক এলে তাতে থাকা হেলপারের মুখে মাস্ক না থাকায় পুলিশ সংকেত দেয়। নিয়ম অমান্য হওয়ায় পুলিশের প্রশ্নবাণ হতে বাঁচতে গলায় থাকা গামছা দিয়ে মাস্ক পরে নিলেন ওই ট্রাকের হেলপার। ততক্ষণে নতুন মাস্ক হাতে নিয়ে তার পাশে পুলিশ সদস্যরা।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, বেশির ভাগ মানুষ আইন-শৃংখলা বাহিনীর ভয়ে মাস্ক পরেন। পুলিশের সাইরেন শুনে দোকানের সার্টার বন্ধ করে ছুটাছুটি করেন। নিজেরা সচেতন না হলে পুলিশ দিয়ে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

Exit mobile version