Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে বিস্কুটের প্যাকেটে করে নতুন জাতের মাদক পাচারকালে আটক ১

শাওন পাটওয়ারী :
চাঁদপুর সদর মডেল থানার মাদকবিরোধী অভিযানে নতুন মাদক ৯৮০ পিছ ট্যাফেনডাটল (১০০ মিঃগ্রাঃ) ট্যাবলেটসহ শাহজাহান সম্রাট (২৬) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে হিলসা কাউন্টারের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

মডেল থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক রাশেদুজ্জামানের নেতৃত্বে শহরের বসেস্ট্যান্ড হিলসা কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় আটক শাহজাহান সম্রাটের সাথে থাকা জামা কাপড়ের ব্যাগ তল্লাশী করে লেক্সাস বিস্কুটের প্যাকেটে থাকা ৯৮০ পিস ট্যাফেনডাটল ট্যাবলেটসহ শাহজাহান সম্রাট (২৬) কে আটক করা হয়েছে।

জানা গেছে, ভোলার চরভেদুরিয়া এলাকার শাহজাহান সম্রাট কুমিল্লা থেকে ট্যাফেনডাটল ট্যাবলেটগুলো চাঁদপুর ঢাকা পৌছে দেওয়ার কথা ছিলো। এ কাজের জন্য তাকে ৮ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিলো।

এ ব্যাপরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এটি নতুন মাদক। চাঁদপুরে এ মাদক এর আগে ধরা পড়েনি। এটা ইয়াবার বিকল্প হিসেবে ব্যাবহার করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version