Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে লকডাউনের চতুর্থ দিনে ১৬০ মামলা : দেড় লক্ষাধিক টাকা অর্থদন্ড

কবির হোসেন মিজি :
চাঁদপুরে লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে রয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা। লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে যারা বাইরে বের হচ্ছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দিয়ে অর্থদন্ড আদায় করা হচ্ছে।

লকডাউনের চতুর্থ দিনেও চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়। রোববার (৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত সর্বমোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকা, পালবাজার গেট, বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা, ওয়ারলেস বাবুরহাটসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন। এতে যারা লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে বের হয়েছে এবং যারা দোকানপাট খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ও দণ্ডবিধির ২৬৯ ধারায় ১৬০টি মামলায় ১,৫৭,২০০ টাকা জরিমানা আদায় করা হয়। আর এসব তথ্য চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে। এর পাশাপাশি এদিন ৪০৬ জনকে ত্রাণ সহায়তা দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

Exit mobile version