Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে করোনার উপসর্গে ১জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির কয়েক ঘন্টা পর এক ব্যক্তি মারা গেছেন। তার নাম লিটন সূত্রধর (৪০)। বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার উচ্চংগা গ্রামে।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, লিটন সূত্রধর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা খারাপ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে তিনি মারা যান।

সূত্র আরো জানায়, মৃত্যুর পর লিটন সূত্রধরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হবে।

Exit mobile version